spot_img

হামলার পর সন্তানদের নিয়ে বড় সিদ্ধান্ত কারিনার

অবশ্যই পরুন

সম্প্রতি আততায়ীর হাতে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলি খান। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত পুরো বলিউড। ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে সাইফকে। বর্তমানে ভালো আছেন অভিনেতা। এদিকে হামলার ঘটনার জেরে বদল এসেছে সাইফ-কারিনার জীবনেও। নিজেদের জীবনযাপন নিয়ে খুব একটা রাখঢাক করেননি সাইফ বা কারিনা কেউই। ছবিশিকারিদের ক্যামেরায় অনায়াসেই ধরা দিয়েছেন তাঁরা। এমনকি দুই সন্তান তৈমুর ও জেহ্‌কেও বার বার প্রকাশ্যে এনেছেন দম্পতি। ক্যামেরার সামনে নানা অঙ্গভঙ্গিও করতে দেখা গিয়েছে তাদের অতীতে। কিন্তু সে সব আর হবে না, স্পষ্ট বুঝিয়ে দিলেন কারিনা নিজেই। হামলার পরে বদলে গিয়েছে অনেক কিছুই।

শনিবার রণধীর কাপুরের জন্মদিন উপলক্ষে সপরিবারে তাঁদের বাড়ি গিয়েছিলেন কারিনা ও সাইফ। বাড়ির বাইরে ছবিশিকারিদের দেখে সাবধান হয়ে যান অভিনেত্রী। বাচ্চাদের ছবি তোলা যাবে না, স্পষ্ট জানিয়ে দেন কারিনা। ছবিশিকারিদের দেখেই কারিনা বলেন, “আমার ছবি তুলে আপনারা দয়া করে চলে যান। বাচ্চাদের ছবি তোলা যাবে না, বলেই দিয়েছিলাম।” ছবিশিকারিরা মেনে নেন কারিনার কথা। কিন্তু অভিনেত্রী ফের স্মরণ করিয়ে দেন, “দয়া করে বাচ্চাদের একটা ছবিও তুলবেন না।”

উল্লেখ্য, ১৬ জানুয়ারি সাইফ-কারিনার বাড়িতে মধ্যরাতে প্রবেশ করেছিলেন এক ব্যক্তি। ডাকাতির উদ্দেশ্যেই তিনি হানা দিয়েছিলেন বলে জানা যায়। বাধা দিতে গেলে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন সাইফের উপরে। ছ’বার ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাইফ। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু আগের থেকে জোরদার হয়েছে তাঁদের নিরাপত্তা। পাশাপাশি তৈমুর ও জেহ্‌কেও এবার থেকে আড়ালেই রাখতে চান সাইফ ও কারিনা।

সর্বশেষ সংবাদ

ইরান যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরান যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এক দিনের সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ