spot_img

বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে লিটন

অবশ্যই পরুন

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন দুবাইতে অবস্থান করছে। লিটন কুমার দাস ফর্মে থাকলে এই মুহূর্তে হয়তো সেখানেই থাকতেন। লিটন শেষ সাত ওয়ানডেতে ১৩ রান করায় দলে জায়গা হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা না হলেও বসে নেই লিটন। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ টাইগার্সের অনুশীলন ক্যাম্প মিরপুরে শুরু হয়েছে। জাতীয় দলের বাইরে ও আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে এই দলটি কাজ করে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া লিটনও সেখানে যোগ দিয়েছেন।

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে এই ওপেনার ১১ ম্যাচে করেছিলেন ৩৬৮ রান। আসর শেষে তিনি কয়েক দিন ছুটি কাটিয়েছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরকে সামনে রেখে আজ টাইগার্সের অনুশীলন ক্যাম্পে যোগ দিলেন।

মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে এবারের ডিপিএল। তার আগে এই অনুশীলন ক্যাম্প চলবে ১০–১২ দিন।

লিটনের ফর্ম নেই দীর্ঘদিন ধরে। ওয়ানডেতে তার সবশেষ যে অর্ধশতকটি, সেটিও ভারত বিশ্বকাপে। ওই আসরে মোট ২টি ফিফটি করেছিলেন তিনি, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও ভারতের বিপক্ষে ৬৬। এরপর থেকে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৪৫।

সর্বশেষ সংবাদ

শত্রুরা মুসলিমদের মধ্যে বিভাজন চায়, কিন্তু ইরান ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ইতিবাচক এবং উভয় দেশের বার্ষিক বাণিজ্য ১০ বিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ