দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘জলে জ্বলে তারা’ সিনেমা মুক্তি পেয়েছে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি)। এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মিথিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমা, সংসার ও সমসাময়িক নানা বিষয়েও কথা বলেন তিনি। উঠে আসে সৃজিত মুখার্জি প্রসঙ্গও।
তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বেশ সুখের সংসারই কাটছিল তাদের। কিন্তু, অনেকদিন ধরেই আলাদা থাকছেন তারা; আর তা নিয়েই শুরু হয়েছে নানান জল্পনা। কিন্তু এসব জল্পনা বা গুঞ্জন মোটেই কানে নেন না মিথিলা।
অভিনেত্রীর কথায়, ‘এত ব্যস্ত থাকি আমার সময় নেই এগুলো মাথায় নেওয়ার। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমার স্বামীও তাই। যারা কাজের মানুষ তারা ঠিকই বুঝে। তারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, অন্যের কাজেও ঝামেলা করে না।’
মিথিলা বলেন, ‘যাদের কোনো কাজ নেই তারাই সারাক্ষণ এসব নিয়ে মেতে থাকে। মানুষ কি ভাবছে সেগুলো নিয়ে আমি কখনোই চিন্তিত না। আমার পরিবার, সন্তান, আশেপাশের মানুষগুলোই আমার সাপোর্ট সিস্টেম, তারা সবাই আমাকে বোঝে।’
এর আগে মিথিলা তাহসানের বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন। যেখানে তিনি বলেন, ‘বিয়ে নিয়ে আমার কিছুই বলার নেই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।’