spot_img

আজ রাতে ইসরায়েল যা সিদ্ধান্ত নেবে আমরা সমর্থন দেবো: ট্রাম্প

অবশ্যই পরুন

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন জিম্মিকে মুক্তি দিয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দিতে আগেই আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে শনিবার রাতের মধ্যে সব জিম্মিকে ছাড়া না হলে ‘গাজাকে নরকে পরিণত করার’ হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

তবে হামাস ও আরেকটি সংগঠনের কাছে জিম্মি থাকা তিনজনকে শনিবার মুক্তি দেয়া হয়েছে। এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি জানান, আজ রাতে ইসায়েয়েল যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প লেখেন, হামাস গাজা থেকে তিনজন জিম্মিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে একজন আমেরিকান নাগরিকও রয়েছে। তারা ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে! এটি গত সপ্তাহের তাদের বিবৃতি থেকে আলাদা যে তারা কোনও জিম্মিকে মুক্তি দেবে না। ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা আজ রাত ১২টায় সকল জিম্মিকে মুক্তি দেয়ার জন্য যে সময়সীমা আরোপ করা হয়েছে, সে সম্পর্কে কী সিদ্ধান্ত নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তকে সমর্থন করবে।

এদিকে, ট্রাম্পের এমন হুমকির মধ্যে শনিবার রাতে নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৈঠকে চলমান যুদ্ধবিরতি ও ট্রাম্প সব জিম্মিকে মুক্তির যে আলটিমেটাম দিয়েছেন সেটি নিয়ে আলোচনা হবে।

ট্রাম্পের হুমকির মধ্যে বিৃবতি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলকে যেন যুদ্ধবিরতির চুক্তি মানতে বাধ্য করে তারা।

সর্বশেষ সংবাদ

২০৩৫ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাজ্য

২০৩১ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টটি হতে এখনও ৬ বছর বাকি। এর মাঝেই ২০৩৫ সালে আয়োজক নির্ধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ