বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বর্ষীয়ান ও জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের চুমুর ভিডিও। সেটি ঠিক কবেকার তা স্পষ্ট নয়। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, গান গাইতে গাইতে একাধিক নারী অনুরাগী তাঁর সঙ্গে সেলফি তুলতে এলে তিনি তাঁদের গালে, এমনকি ঠোঁটেও চুমু খেয়ে বসেন। নেটদুনিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই কড়া নিন্দের মুখে পড়েছেন উদিত। যদিও এ বিষয়ে উদিত নারায়ণের বক্তব্য কেউ বা কারা বদনাম করতেই এমন ভিডিও ছড়িয়ে দিয়েছেন। তবে তাঁর উদ্দেশ্য অসৎ ছিল না, এমনই দাবি করেছেন উদিত নারায়ণ।
তবে উদিতের নারী অনুরাগীকে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল হতেই, নেটদুনিয়ায় উঠে এসেছে গায়কের একাধিক চুমু কাণ্ড। কখনও অলকা ইয়াগনিক, কখনও আবার শ্রেয়া ঘোষালকেও প্রকাশ্যে চুমু খেতে ছাড়েননি উদিত নারায়ণ। যার মধ্যে একটি ভিডিওতে ইন্ডিয়ান আইডলের মঞ্চে অলকা ইয়াগনিককে চুমু খেতে দেখা যায় উদিত নারায়ণকে। দেখা যাচ্ছে মঞ্চে গান গাইছিলেন অলকা ইয়াগনিক। হঠাৎই এসে উদিত নারায়ণ তাঁর গালে চুমু খান। ঘটনায় অপ্রস্তুত অলকাকে তাড়াতাড়ি সরে যেতে দেখা যায়। ভিন্ন আরও একটি ভিডিওতে অলকাকেই আচমকা চুমু খান উদিত। গায়িকা যে এমনটি আশা করেননি, তা তাঁর অভিব্যক্তিতেই ছিল স্পষ্ট।
আবার বেশ কয়েক বছর আগে ‘জব তক হ্যায় জান’ ছবিতে গান গাওয়ার জন্য সেরা নারী গায়িকার পুরস্কার জিতেছিলেন শ্রেয়া ঘোষাল। নাম ঘোষণা করেন ও পুরস্কার তুলে দেন করেন টেলিভিশন ব্যক্তিত্ব মালাইকা অরোরা। সেসময় মঞ্চে উপস্থিত ছিলেন উদিত নারায়ণও। এদিকে শ্রেয়া মঞ্চে আসতেই উদিত তাঁকে আচমকাই জড়িয়ে ধরে গালে চুমু খান। আচমকা এমন ঘটনায় অপ্রস্তুত হয়েছিলেন শ্রেয়াও। পরে যদিও তিনি হেসে ফেলে পরিস্থিতি সামাল দেন।
উদিতে এসব চুমুকাণ্ড সামনে আসতে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে মুখ খুলেছেন তার সহকর্মী বাবুল সুপ্রিয়। গায়ক প্রসঙ্গ বাবুল সুপ্রিয় জানান, ‘একটা সময়ে উদিত নারায়ণ মহিলাদের সঙ্গে মেলামেশায় একেবারেই স্বচ্ছন্দ্য ছিলেন না। ওঁর হাত ঘামত। জানি না, কী এমন পরিবর্তন এলো তাঁর জীবনে যে, মঞ্চেই চুম্বন করছেন মহিলাদের। বিষয়টা মজাদার হলেও, ইনঅ্যাপ্রোপ্রিয়েট! বাকিদের মতো আমিও স্তম্ভিত হয়েছি’।