পর্দা উঠেছে ৭৫তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের আসরে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মানসূচক স্বর্ণভালুক পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। পুরস্কার গ্রহণ করে দেওয়া প্রতিক্রিয়ায় নাম উল্লেখ না করেই গাজার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের কড়া সমালোচনা করেন ৬৪ বছর বয়সী অভিনেত্রী।
টিলডা বলেন, ‘রাষ্ট্রীয় মদদে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই গণহত্যা আমাদের দেখতে হচ্ছে।’
কিছুদিন আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি গাজা খালি করে এখানকার সব বাসিন্দাকে প্রতিবেশী দেশ মিসর ও জর্ডানে পাঠাতে চান। মনে করা হচ্ছে, বার্লিনে সেই মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন টিলডা। এ ছাড়া বিশ্বজনীন উৎসবে পরিণত হওয়ার জন্য বার্লিনের প্রশংসা করেন অভিনেত্রী।
এবারের উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণভালুকের জন্য লড়ছে ১৯টি সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান জুরির দায়িত্ব পালন করবেন মার্কিন নির্মাতা টড হেইঞ্জ।
উৎসব নিয়ে এক গণমাধ্যমে তিনি বলেন, এখন নির্মাতারা একধরনের সংকটের মধ্যে আছেন। ডোনাল্ড ট্রাম্পকে আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখা তাঁদের জন্য আশঙ্কার। এই নির্মাতা বলেন, বার্লিন উৎসব বরাবরই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশে সাহসী ভূমিকা রাখে।