spot_img

ওমরাহ থেকে এসেছি, বিতর্কে জড়াতে চাই না: অহনা

অবশ্যই পরুন

দেশের ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন, ‘আমি কিছুদিন আগে ওমরাহ থেকে এসেছি কোনো ধরনের বিতর্কে জড়াতে চাই না। যার যার জীবন তার তার কাছে।

‘ছোট বেলা থেকে আমি শুনেছি আল্লাহ তায়ালা না চাইলে কেউ (ওমরাহ) করতে যেতে পারি না। অনেকের টাকা আছে অনেকে গিয়েছে অনেকের হয়ত ওখানে গিয়ে কেমন মনে হয়েছে জানি না।’

এরপর বলেন, ‘আমার ওখানে যাওয়ার পরে অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ চেষ্টা করছি যেন আবার ওমরাহ করতে যেতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য।’

তার কথায়, ‘আমার এতো ভালো লেগেছে যে আমার মনে হচ্ছে যে আমি যদি কখনও শান্তির কথা চিন্তা করি বা একটু একা থাকতে চাই বা একটু কোথাও যেতে চাই ছুটিতে বা অবসর সময়ে আমার কাছে মনে হয় আমি সৌদি যাবো কারণ এতো সুন্দর জায়গা আমার আসলে ওই ওমরাহর কয়েকদিন মন ভরেনি।’

এরপর নাটকে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘নাটকে অভিনয় করছি এবং করে যাবো। কিন্তু অভিনয় কম করার চেষ্টা করছি। যতটুকু ভালো কাজ দর্শকদের দেওয়া যায় ততটুকু অভিনয় করবো।’

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ: প্রধান উপদেষ্টা

সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে।কমিশন ও সরকার শুধুমাত্র সাচিবিক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ