ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সীমান্ত সম্মেলন। এটি দুই দেশের বাহিনীর মধ্যে ৫৫তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ১৭-২০ ফেব্রুয়ারি বিএসএফ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী।
সম্মেলনে সীমান্তে বেড়া নির্মাণ, উত্তেজনা প্রশমন, অবকাঠামোগত সমস্যা সমাধান ও সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কার্যকর করার বিষয়ে আলোচনা হবে। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, উভয় বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যেই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, দুই দেশের সীমান্ত বাহিনীর সর্বশেষ দ্বিবার্ষিক সম্মেলন ২০২৩ সালের মার্চে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যা পাঁচটি ভারতীয় রাজ্য—পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, আসাম ও মিজোরামের সঙ্গে বিস্তৃত।