spot_img

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পাকিস্তানকে হারিয়ে কিউইরা চ্যাম্পিয়ন

অবশ্যই পরুন

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। স্বাগতিক পাকিস্তানকে হতাশ করে শিরোপা ঘরে তুলেছে মিচেল সান্টনারের দল। একই সাথে চ্যাম্পিয়নস ট্রফির আগে সাড়লো সম্ভাব্য সেরা প্রস্তুতি। যেন হমকি দিয়ে রাখলো অন্যদের।

শুক্রবার করাচিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় পাকিস্তান। যেখানে ব্যাট করে ৪৯.৩ ২৪২ রান করে পাকিস্তান। জবাবে ৪৫.২ ওভারে ৫ উইকেটের জয় তুলে নেয় কিউইরা।

রান তাড়ায় তেমন একটা বেগ পেতে হয়নি কিউইদের। দ্বিতীয় ওভারে উইল ইয়াংয়ের (৫) উইকেট হারালেও তিনে নামা কেন উইলিয়ামসনকে নিয়ে দলকে জয়ের পথে রাখেন ডেভন কনওয়ে। দুজনের জুটিতে আসে ৭১ রান।

উইলিয়ামসন সালমানের শিকার হয়ে ৪৯ বলে ৩৪ রানে থামলে ভাঙে জুটি। তবে কনওয়ে দলকে পৌঁছে দেন তিন অংকের ঘরে। ৭৪ বলে ৪৮ রান করে যখন ফেরেন কনওয়ে, কিউইদের সংগ্রহ তখন ২৪.২ ওভারে ১০৮।

জয় নিশ্চিতে বাকি কাজ সাড়েন ড্যারিল মিচেল ও টম লাথাম। তাদের ৮৭ রানের জুটি ম্যাচ থেকে ছিটকে দেন পাকিস্তানকে। যদিও তাদের কেউ পারেননি জয় নিশ্চিত করে ফিরতে।

জয় থেকে ৪৮ রান দূরে থাকতে ৫৭ রানে আউট হন মিচেল। আর ৬৪ বলে ৫৬ রান করে লাথাম আউট হন জয় থেকে ১১ রান দূরে থাকতে। গ্লেন ফিলিপস ১৭ বলে ২০ রান তুলে নিশ্চিত করেন জয়। নাসিম শাহ নেন ২ উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ফখর জামান ফেরেন মাত্র ১০ রানে, সৌদ শাকিলও পাননি রানের দেখা। তবে অন্যপ্রান্ত থেকে বাবর আজম চেষ্টা করেন হাল ধরার।

তবে সেই চেষ্টাও ব্যর্থ হয়। ৩৪ বলে ২৯ রান করে বাবর ফিরলে ৫৪ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপর তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় রিজওয়ান ও সালমান আগার ব্যাটে। এই জুটিতে যোগ হয় ৮৮ রান। ৭

৭৬ বলে ৪৬ রান করে দলীয় ১৪২ রানে উইলিয়াম ও রোর্কের বলে রিজওয়ান আউট হলে ভাঙে এই জুটি। সালমানও ইনিংস বড় করতে পারেননি, ৬৫ বলে ৪৫ রান করে থামতে হয় তাকে।

এরপর খুশদিল শাহ ১৮ বলে ৭ রানে ফিরলেও তইয়্যব তাহির রাখেন ভালো ভূমিকা। দলকে দুই শ’ পাড় করান তিনি। ফেরেন ৩৩ বলে ৩৮ করে। এরপর ফাহিম আশরাফের ২১ বলে ২২ ও নাসিম শাহ ১৯ রানে আড়াই শ’র কাছাকাছি পৌঁছায় পাকিস্তান।

নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন ও রোর্কে। ২টি করে উইকেট পেয়েছেন মিচেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার।

সর্বশেষ সংবাদ

‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর নির্বাচন: প্রেস সচিব

‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। কারণ, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এরই মধ্যে বলেছেন—‘ডিসেম্বরে মধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ