সরকারের মধ্যে থাকা কিছু লোক সিন্ডিকেটকে আশকারা দিচ্ছে। তারা অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা আব্বাস বলেছেন, সরকার পরিবর্তন হলেও বাজার সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। রমজানকে সামনে রেখে জিনিসপত্রের দাম বাড়ছে।
‘ডেভিল’ ব্যবসায়ী কেন গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্নও রাখেন বিএনপির এ নেতা। বলেন, নির্বাচন ব্যাহত করতে যারা চেষ্টা করছে, তারাই স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টা করছে।