spot_img

ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল

অবশ্যই পরুন

আগামী কয়েক মাসের মধ্যেই ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল, এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল ও ওয়াশিংটন পোস্ট।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা চলতি বছরের শুরুতে ও পরবর্তী কয়েক সপ্তাহে ইসরায়েলি নেতৃত্বের বিষয়ে মূল্যায়ন করে জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় উল্লেখযোগ্য হামলার পরিকল্পনা করছে ইসরায়েল।

অন্যদিকে, ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মূল্যায়নে উঠে এসেছে যে, ২০২৫ সালের প্রথম ছয় মাসের মধ্যেই ইরানের ফোরদো ও নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মনে করছে, গত অক্টোবরের হামলার পর ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। পাশাপাশি নিষেধাজ্ঞা-সম্পর্কিত অর্থনৈতিক সংকট দেশটিকে আরও অরক্ষিত করেছে।

মার্কিন গোয়েন্দা সূত্রগুলো ধারণা করছে, ইসরায়েল ইরানের আকাশসীমার বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে বা বাঙ্কার-বিধ্বংসী বোমা হামলার জন্য যুদ্ধবিমান ব্যবহার করতে পারে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনায় বেশি আগ্রহী।

অন্যদিকে, ইরান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে আগ্রহ দেখিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না, যা যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান বিশ্ব শক্তিগুলোর সঙ্গে স্বাক্ষরিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তির আওতায় তাদের পরমাণু কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল, যার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ: প্রধান উপদেষ্টা

সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে।কমিশন ও সরকার শুধুমাত্র সাচিবিক সহযোগিতা দেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ