ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতে আবারও পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই খবর দিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।
টুর্নামেন্টের পরিচালনা পর্ষদ প্রথমে ১৪ মার্চ আইপিএল শুরু করার কথা ভেবেছিল। সেটা থেকে সরে এসে ২১ মার্চকে নতুন দিনক্ষণ হিসেবে ঘোষণা করা হয়। এবার সেখানেও হলো পরিবর্তন। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২২ মার্চ শনিবার থেকে এবারের আসর শুরু হবে।
এই পরিবর্তন নাকি হয়েছে সম্প্রচারমাধ্যমের অনুরোধে, তাদের অনুরোধ ছিল যেন শনিবার টুর্নামেন্ট শুরু করা হয়। পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না করলেও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর তারিখ ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ঠিক হয়েছে কয়েকটি ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু। এরমধ্যে আছে উদ্বোধনী ম্যাচ, রানার্সআপদের প্রথম ম্যাচ ও ফাইনাল।
আইপিএলের নিয়মিত চর্চা হলো, আগের আসরে যারা চ্যাম্পিয়ন, তাদের ম্যাচ দিয়েই পরবর্তী আসর শুরু করা। এবারও তার ব্যতায় হচ্ছে না, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই মাঠে গড়াবে ১৮তম আসর। ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রানার্সআপ সানরাইজার্স হায়দরাবাদ প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ, নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
প্লেঅফ পর্বের বাকি ম্যাচগুলোর তারিখ জানা না গেলেও ফাইনাল সম্পর্কে অবগত হওয়া গেছে। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।