spot_img

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে মধ্যরাতে দেশ ছাড়ল টাইগাররা

অবশ্যই পরুন

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি নেই আর সপ্তাহখানেকও। এরই মধ্যে দলগুলো নিজেদের শেষ সময়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। পিছিয়ে নেই বাংলাদেশ দলও। আনুষ্ঠানিকভাবে গত বুধবারই মিরপুরে অনুশীলন শেষ করেছে টাইগাররা। তার আগে সেদিনই পুরো দল কোচিং স্টাফসহ অফিসিয়াল ফটোসেশন সেরেছিল বাংলাদেশ দল।

ফটোসেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন দলের অবস্থা নিয়ে।

এ দিকে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। পরে বাংলাদেশ দল উড়াল দেয় দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। দলের সঙ্গে গিয়েছেন কোচিং স্টাফ ক্রিকেটাররা সবাই।

অপর দিকে দলের বাইরে থাকা দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদও দুবাইয়ের বিমান ধরবেন আজকে। হাসান এবং খালেদের গন্তব্য দুবাই পর্যন্ত। দলীয় অনুশীলনে বাড়তি অপশন যোগ করার লক্ষ্যেই তাদের উড়িয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরে ২০ ফেব্রুয়ারি দুবাই থেকে এই দুই ক্রিকেটার আবারও ঢাকায় পা রাখবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে জেলেনস্কি- ট্রাম্পের ফোনালাপ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ক্রমাগত হামলার মধ্যেই বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং যৌথ...

এই বিভাগের অন্যান্য সংবাদ