বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার কূটনীতি সামলাতে পল কাপুরকে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সিনেটে নিশ্চিত হলে, পল কাপুর ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হবেন।
ক্যালিফোর্নিয়ার পল কাপুর বর্তমানে নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনা করছেন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং আমহার্স্ট কলেজ থেকে বিএ করেছেন। সেনেটের অনুমোদন পেলে তিনি এ অঞ্চলের জন্য মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনৈতিক পদে ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় ব্যক্তি হবেন। এর আগে নিশা বিসওয়াল একই দায়িত্ব পালন করেছিলেন।
কাপুর ২০২০-২১ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। সে সময় তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া, ইন্দো-প্যাসিফিক কৌশল এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক নিয়ে কাজ করেছেন। তার লেখা ‘জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি’, ‘ডেঞ্জারাস ডিটারেন্ট’সহ একাধিক বই এবং গবেষণা শীর্ষস্থানীয় অ্যাকাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে।
ওই দায়িত্ব পাওয়ার আগে কাপুর ক্লারমন্ট ম্যাককেনা কলেজে শিক্ষকতা করতেন, পাশাপাশি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভিজিটিং প্রফেসর ছিলেন।
কাপুর আমহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি করেছেন। সেনেটের অনুমোদন পেলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।