spot_img

ট্রাম্পের হুমকি, সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ খামেনির

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে অনুষ্ঠিত প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এসময় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন খামেনি।

খামেনি বলেন, আমাদের এখানেই সন্তুষ্ট থাকা উচিত হবে না। ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁতভাবে আঘাত হানবে সেটার একটা নির্দিষ্ট সীমা আমরা আগেই নির্ধারণ করেছিলাম। কিন্তু এখন আমরা মনে করি এটা অপর্যাপ্ত এবং আমাদেরকে আরও সামনে এগোতে হবে। উন্নতি অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়টি সবাই জানে। এটা নিয়ে আমাদের শত্রুরা খুব ভীত। আমাদের দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

এসময় দ্রুত সামরিক শক্তি বাড়াতে নিজেদের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামেনি।

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে। একইসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো হুমকির মুখে পিছু হটবেনা তেহরান।

সম্প্রতি মার্কিন গণমাধ্যমে সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটো উপায় আছে, আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে। ট্রাম্প আরও বলেন, তিনি চান বোমা মেরে নয় বরং এমন সমঝোতায় আসা যাতে ইরানের ক্ষতি না হয়।

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং হামাস-হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে ইরানকে দীর্ঘদিন ধরেই হুঁশিয়ারি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ইরান বরাবরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিজেদের প্রতিরক্ষা জোরদারের অংশ হিসেবে আখ্যা দিচ্ছে। যদিও পশ্চিমারা এটিকে মধ্যপ্রাচ্যের জন্য অস্থিরতা তৈরির মাধ্যম হিসেবে মনে করে আসছে।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ