spot_img

আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি সমর্থন করে না বিএনপি

অবশ্যই পরুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আনুপাতিক হারের নির্বাচনী পদ্ধতিতে অভ্যস্ত না হওয়ায় বিএনপি এই ব্যবস্থাকে সমর্থন করে না।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থাকে আমরা সমর্থন করব না, কারণ এদেশের মানুষ এতে অভ্যস্ত না। এ নিয়ে প্রশ্নই উঠতে পারে না।

তিনি আরও বলেন, এটি দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা ছাড়া কিছু নয়। নির্বাচন যতদ্রুত হবে বাংলাদেশের অবস্থা আরও স্থিতিশীলতায় পৌঁছাবে।

এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের ভাবনাকে আগে থেকেই ‘না’ করে আসছে দলটি।

এসময় শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের কাছে দাবি জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে সত্য ঘটনা উদঘাটিত হয়েছে। শেখ হাসিনা যে ফ্যাসিস্ট এবং গণহত্যা চালিয়েছে, তা প্রমাণিত।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ