ভোলায় তজুমদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজন যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নয়ন (২৬) ও মো. আমির হোসেন (২৭)। এদের মধ্যে নয়ন তজুমদ্দিন উপজেলার বালিয়া কান্দি গ্রামের বাসিন্দা ও আমির হোসেন বোরহানউদ্দির উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরুর চুরির সময় দুইজন হাতেনাতে ধরা পড়ে। এ সময় তারা গণপিটুনির শিকার হন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। নিহতরা পেশাদার গরু চোর ছিলেন বলেও দাবি করেন স্থানীয়রা।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে।