spot_img

বিমানবন্দরে নেমে ১০ মিনিটেই ভিসা পাবেন বিদেশিরা

অবশ্যই পরুন

বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে অন অ্যারাইভ্যাল ভিসা কার্যক্রম উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ৩০ দিনের জন্য এই ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য Visa on Arrival/ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সহজীকরণ ও পাসপোর্ট আবেদনকারী জটিলতার ক্ষেত্রে ৯৯৯-এ অভিযোগ কার্যক্রমের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ভিসা কার্যক্রম উদ্বোধন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরফলে বর্তমানে চুক্তি থাকা ১৪টি দেশের নাগরিকরা এখন থেকে বিমান বন্দরে ১০ মিনিটে ভিসা পাবেন। যা আগে দীর্ঘ সময় লেগে যেতো।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ ১৪ দেশের নাগরিকরা এই সুবিধা পান এখন। পাসপোর্ট আবেদনে কেউ সমস্যার মুখোমুখি হলে ৯৯৯ এ জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হলেন তুলসী গ্যাবা

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড নির্বাচিত হয়েছেন। বুধবার ভোটের মাধ্যমে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ