spot_img

জনগণের আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন: জামায়াত সেক্রেটারি

অবশ্যই পরুন

সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলে স্পষ্ট জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন হলে তা পেশিশক্তি মুক্ত করতে হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত সেক্রেটারি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। জামায়াত ইসলামী জনগণকে সমর্থন করে।

তিনি বলেন, নিবন্ধন আইন বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই আইন তো ছিলোই না। আমরা এর আগে নির্বাচন করেছি তো। দল হলেও সে নির্বাচন করতে পারবে। এর আগে নিবন্ধন আইনই ছিলো না। এগুলো করে রাজনৈতিক দল করার অধিকারে বিঘ্ন ঘটানো হয়েছে।

জামায়াত সেক্রেটারি বলেন, একটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন ইস্যুতে ভিন্নমত থাকতেই পারে। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচনে যাওয়ার জন্য ৩০০ আসনে প্রার্থী দেয়ার সক্ষমতা জামায়াতের আছে। আমরা এটা ঠিক করছি। তবে অফিসিয়ালি ঘোষণা করিনি।

রাষ্ট্র সংস্কার এই সরকারের দায়িত্ব। আমরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি বলে জানান তিনি। বলেন, আমরা নির্বাচন করবো, সেটার জন্য রুটির ওয়ার্ক চলছে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হলেন তুলসী গ্যাবা

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ড নির্বাচিত হয়েছেন। বুধবার ভোটের মাধ্যমে তাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ