spot_img

জুলাই-আগস্টে ৮৪৮ নেতাকর্মী নিহত, হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ

অবশ্যই পরুন

জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা সংগ্রহ তথ্য-উপাত্ত সেলের সমন্বয় প্রধান সালাউদ্দিন খান।

এ অভিযোগে ৫০০-এর অধিককে আসামি করা হয়েছে। অভিযোগে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

এ সময় বিভিন্ন তথ্য-উপাত্তসহ ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। এছাড়া ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নিজেদের ৮৪৮ নিহত নেতাকর্মীর তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও-ভিডিও জমা দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

সাগর-রুনি হত্যাকাণ্ডে নিরাপত্তাকর্মীকে কারা ফটকে জিজ্ঞাসাবাদ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তাঁদের ভাড়াবাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবিরকে জিজ্ঞাসাবাদ করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ