spot_img

দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

অবশ্যই পরুন

বিপদ-আপদে বরাবরই মহান আল্লাহর নিকট দু’হাত তুলে ধরেন মুমিনরা। দুনিয়াবি জীবনে রোগমুক্তি, হেদায়াত কিংবা কল্যাণ চেয়ে স্মরণ করেন মহান রবকে। তবে ক্ষণিকের এ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে বান্দার নানা পরীক্ষা নিয়ে থাকেন। এ ক্ষেত্রে যারা বিপদ-আপদে ধৈর্য ধারণ করে কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করে থাকেন তারাই সফলকাম হবেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে- ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা আনফাল, আয়াত: ৪৬)

খোদ রাসুলুল্লাহ (সা.) বিভিন্ন সময়ে সাহাবাদের মাধ্যমে বর্ণিত হাদিসে উম্মতদের জন্য সফলকাম হওয়ার রাস্তা বাতলে দিয়েছেন। সঙ্গে বিপদ-আপদে ধৈর্য ধরার পদ্ধতিও শিখিয়েছেন নবীজি। এছাড়াও কল্যাণ কামনা করে প্রকৃত মুমিনদের জানিয়েছেন ইসলামের ওপর জীবন পরিচালিত করার পদ্ধতি।

এ ক্ষেত্রে দুনিয়াবি জীবনে নানা দুশ্চিন্তা থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন নবীজি। আনাস ইবনু মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলতেন- ইয়া আল্লাহ নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঋণের বোঝা ও লোকজনের আধিপত্য থেকে। (সহিহ বুখারি, হাদিস: ৫৯২৯)

ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির সময় নিচের দোয়াটি পড়তেন

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَلِيُّ الْحَلِيمُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল-লাহুল আলিয়্যুল হালিম, লা ইলাহা ইল্লাললাহু রাব্বুল আরসিল আজিম, লা ইলাহা ইল্লাল-লাহু বাব্বুস সামাওয়াতি ওয়াল-আরদি ওয়া রাব্বুল আরসিল কারিম।

মুহাম্মদ ইবন বাশশার (রহ.) ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণিত আছে। এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু আনহু থেকেও হাদিস বর্ণিত আছে। হাদিসটি হাসান-সহিহ। (তিরমিজী, হাদিস: ৩৪৩৫)

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরে নেমে ১০ মিনিটেই ভিসা পাবেন বিদেশিরা

বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে অন অ্যারাইভ্যাল ভিসা কার্যক্রম উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ৩০ দিনের জন্য এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ