spot_img

আরব আমিরাতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে দুইদিনের সফরে দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাতে তিনি সেখানে পৌঁছান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

এর আগে, বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সাইডলাইনেও কয়েকটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুইদিনের সরকারি সফর শেষে আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সর্বশেষ সংবাদ

শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় রপ্তানিকারকদের ৬ দাবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুনের ঘটনায় এক বিলিয়ন ডলারের (প্রায় ১২ হাজার কোটি টাকা) ক্ষতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ