spot_img

‘হৃদয় ভাঙার’ খবর জানালেন আতিফ আসলাম!

অবশ্যই পরুন

পাকিস্তানি গায়ক আতিফ আসলাম এশিয়ায় অনেক জনপ্রিয়। তার এই জনপ্রিয়তার অন্যতম কারণ তার গানে একইসঙ্গে আনন্দ ও বেদনার মিশ্রণ ফুঠে উঠে।

আর আনন্দ-বেদনা উভয় সৌন্দর্য কণ্ঠে হৃদয়ে ধারণ করে গানগুলোকে আপন করে নিতে পারেন বলেই হয়তো আতিফের গানের ভক্ত তরুণ-তরুণীরা।

তবে এবার ‘হৃদয় ভাঙার’ পোস্ট শেয়ার করেছেন জনপ্রিয় এই তারকা। তবে সত্যি সত্যি হৃদয় ভাঙেনি তার। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে মজা করে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

ভিডিওতে আতিফ আসলামকে রাস্তার পাশে বসে থাকতে দেখা যাচ্ছে বিষণ্ণ চেহারায়। আর তার সামনেই আলোকিত একটি বিয়েবাড়ি।

আর ভিডিওতে লিখেছেন: সে বলত, ‘আমি একা মরে যাব, আর কাউকে বিয়ে করব না। ‘

আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে তার আইকনিক গান ‘তেরে বিন’। আর পোস্টে ভক্তদের সতর্ক করে দিয়েছেন মজার ক্যাপশন-

‘এই ভ্যালেন্টাইন্স ডেতে কেউ নিরাপদ নয়…। ‘

পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে গিয়েছে। তার ভক্তরা মন্তব্যের ঘরে হাসির ইমোজি এবং মজার প্রতিক্রিয়া জানিয়েছেন।

এক মন্তব্যকারী লিখেছেন, ‘আতিফ সফলভাবে মেমার্স সম্প্রদায়ে যোগ দিয়েছেন’। আরেকজনের মন্তব্য ‘দয়া করে আমাকে ফ্ল্যাশব্যাক দেবেন না।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ