spot_img

শেখ হেলালের পিএস ৪ দিনের রিমান্ডে

অবশ্যই পরুন

রাজধানীর উত্তরা পূর্ব থানায় জুলাই অভ্যুত্থানে চালানো হত্যাচেষ্টা মামলায় শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস) হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে ডিবি পুলিশ। পরবর্তীকালে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

দেশ ছেড়ে পালানোর সময় গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় আন্দোলন অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শামীম রেজা। এদিন বেলা সাড়ে ১১টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এ ঘটনার ভুক্তভোগী নিজে বাদী হয়ে ১০১ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া মামলায় ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

সর্বশেষ সংবাদ

অত্যধিক বাজেটেই আটকে গেল ‘কৃষ ফোর’

শিশুদের প্রিয় সুপারহিরোদের মধ্যে অন্যতম হৃতিক রোশনের কৃষ অবতার। ইতোমধ্যে এই ফ্র্যাঞ্চাইজির তিনটি পর্বই মুক্তি পেয়েছে। এখন ভক্তরা অপেক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ