spot_img

গাজায় আগ্রাসন শুরু করলে ইসরাইলে ফের হামলা চালাবে ইয়েমেন : হাউছি

অবশ্যই পরুন

গাজা উপত্যকায় আবার সামরিক আগ্রাসন শুরু করলে ইসরাইলের স্বার্থে ফের আঘাত হানার হুমকি দিয়েছেন ইয়েমেনের হাউছি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হাউছি।

তিনি বলেছেন, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তারাও আবার তেল আবিব-বিরোধী লড়াই শুরু করবেন।

তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ‘আমাদের আঙ্গুল বন্দুকের ট্রিগারে রয়েছে। ইহুদিবাদী সরকার যদি গাজায় আবার হামলা শুরু করে, তাহলে তাৎক্ষণিকভাবে আমরা আঘাত হানার জন্য প্রস্তুত রয়েছি।’

হাউছি সতর্ক করে দিয়ে বলেন, ইসরাইলকে আমেরিকা নাকি অন্য কেউ সাহায্য করছে, তা তারা দেখবেন না। বরং তারা নিরাপত্তা, সামরিক ও অর্থনৈতিকভাবে ইসরাইলের মারাত্মক ক্ষতি করবেন।

ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য নতুন করে গাজায় আগ্রাসন চালানো সহজ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার অধিবাসীদের সেখান থেকে বিতাড়িত করার যে পরিকল্পনা উত্থাপন করেছেন, তারও তীব্র নিন্দা জানান আনসারুল্লাহ আন্দোলনের নেতা। তিনি বলেন, এটি হচ্ছে গোটা মুসলিম উম্মাহর ভূখণ্ডগুলো দখলের নেয়ার একটি বিস্তৃত পরিকল্পনার আওতায় একটি ‘ধ্বংসাত্মক ও আগ্রাসী প্রজেক্ট।’

আব্দুল মালিক আল-হাউছি বলেন, মুসলমানদের পবিত্র স্থানগুলো দখল করা হচ্ছে এই পরিকল্পনার উদ্দেশ্য। শুধু আল-আকসা মসজিদ নয়; সেইসঙ্গে সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা মক্কা এবং মদীনারও দখল নিতে চায়।

গাজা দখলের পরিকল্পনায় আমেরিকাকে সাহায্য করার ব্যাপারে আরব শাসকদের হুঁশিয়ার করে দিয়ে হাউছি বলেন, সাম্রাজ্যবাদী পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়ে গেলে এসব শাসককে ডাস্টবিনে ছুড়ে মারতে বিন্দুমাত্র সময় নেবে না আমেরিকা।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

গাজা দখল ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘চাঁদাবাজ’ বলল উ.কোরিয়া

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া।...

এই বিভাগের অন্যান্য সংবাদ