spot_img

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

অবশ্যই পরুন

মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ প্রদানের ঘোষণা নিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। মঙ্গলবার থেকে এ সংক্রান্ত কর্মসূচি শুরু করেছে সংস্থাটি। এক প্রতিবেদনে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ত্রেইট টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মঙ্গোলিয়া এবং উজবেকিস্তানের ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য ওষুধের চালান পাঠানোর কাজ শুরু হয়েছে। এরপর ইকুয়েডর, জর্ডান, নেপাল ও জাম্বিয়াতেও পাঠানো হবে ওষুধের চালান।

এই ছয়টি দেশের হাসপাতালগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশু রয়েছে প্রায় ৫ হাজার। তাদের সবার কাছেই বিনামূল্যে পৌঁছাবে ওষুধ।

ডব্লিউএইচও’র হিসেব অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি বছর ক্যানসারে আক্রান্ত হয় অন্তত ৪ লাখ শিশু; কিন্তু ওষুধের দুর্মূল্য ও প্রয়োজনীয় চিকিসার অভাবে এই শিশুদের ৭০ শতাংশই মারা যায়।

ডব্লিউএইচও’র বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ৫০টি দেশে এই কর্মসূচি বিস্তারের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। যদি তা সফল হয়, তাহলে বিশ্বের প্রায় ১ লাখ ২০ হাজার শিশুরোগী বিনামূল্যে ক্যানসারের ওষুধ পাবে।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে স্কালোনি যা বললেন

ফুটবলীয় শত্রুতা তাদের সুবিদিত। সেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ছেড়ে লিওনেল স্কালোনি ব্রাজিলের দায়িত্ব নেবেন, এমনটা হয়তো ঘোর স্বপ্নেও কল্পনা করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ