spot_img

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসনের সাক্ষাৎ

অবশ্যই পরুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাত করেন তিনি।

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বিশ্বব্যাপী ইউএসএআইডির কার্যক্রম স্থগিতের প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, ইউএসএআইডির ভবিষ্যৎ যা-ই হোক, এই পুনর্গঠন ও সংস্কারের গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের মার্কিন সহায়তা প্রয়োজন।

এছাড়াও ঐক্যমত কমিশন গঠন ও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, একবার সংস্কার নিয়ে একমতে পৌঁছালে রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদে স্বাক্ষর করবে।

এসময় চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন নতুন সরকারের নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার প্রতি জোর দেন। এছাড়া নিরাপত্তা বাহিনী কর্তৃক পরিচালিত ‘অপারেশন ডেভিল’স হান্ট’ সম্পর্কেও জানতে চান তিনি।

উল্লেখ্য, ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ হলেন একজন কূটনীতিক যিনি রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে দূতাবাসের প্রধান মিশন হিসাবে কাজ করেন।

সর্বশেষ সংবাদ

শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র

মধ্যম ও নিম্ন আয়ের দেশগুলোতে ক্যানসারে আক্রান্ত শিশুদের বিনামূল্যে ওষুধ প্রদানের ঘোষণা নিয়েছে জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গসংগঠন...

এই বিভাগের অন্যান্য সংবাদ