spot_img

ডিবির সাবেক এসি জাবেদ ইকবাল গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

অবশ্যই পরুন

জুলাই গণহত্যার মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক সহকারি কমিশনার (এসি) জাবেদ ইকবালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হয়। পরে শুনানি শেষে জাবেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, জাবেদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা এলাকায় হত্যাযজ্ঞ চালানোর বিষয়ে প্রাথমিক প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। এরপর প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতেই তাকে গ্রেফতারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, উপদেষ্টা পরিষদের সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ...

এই বিভাগের অন্যান্য সংবাদ