spot_img

রমজানে ১২ লাখ স্বল্প আয়ের পরিবারকে টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ করা হবে: বাণিজ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে সারাদেশে অতিরিক্ত ৯ হাজার মেট্রিকটন পণ্য সরবরাহ করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই সুবিধা পাবে স্বল্প আয়ের ১২ লাখ পরিবার। টিসিবির ফ্যামিলি কার্ড ছাড়াই ট্রাক সেলের মাধ্যমে এই পণ্য সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে খুলনায় শিববাড়ি মোড়ের ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে নগরবাসী ট্রাক থেকে লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করেন। প্রথম দিনে প্রতি পরিবারকে ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুরির ডাল, ১০০ টাকা লিটারে ২ লিটার ভোজ্যতেল, ৭০ টাকায় ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা ও ৭৭ টাকা ৫০ পয়সাতে ৫০০ গ্রাম খেজুর সরবরাহ করা হচ্ছে। পুরো প্যাকেজটির মূল্য ৫৮৭ টাকা ৫০ পয়সা।

ক্রেতারা জানান, এ ধরনের কার্যক্রমও আরও বেশি হলে রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য ভালো ফল বয়ে আনবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লিটন দাসরা। ওই সিরিজের দল আগেই জানিয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ