spot_img

কেন উইলিয়ামসনের শতকে ফাইনালে নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

২০১৯ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে সেঞ্চুরির স্বাদ যেন ভুলতেই বসেছিলেন কেন উইলিয়ামসন। আর পারেননি তিন অঙ্কের ঘরে যেতে। তবে চ্যাম্পিয়নস ট্রফির আগে ‘ভুলতে বসা’ সেই শতক হাঁকিয়েই সারলেন এবারের দুর্দান্ত প্রস্তুতি।

কেন উইলিয়ামসনের বিধ্বংসী সেঞ্চুরি আর ডেভন কনওয়ের ৯৭ রানে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে পৌঁছে গেছে ফাইনালে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৪৮.৪ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

এই দিন দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলতে নামা ব্রিটজকে। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েই বাজিমাত করেন তিনি। ভেঙে দেন পুরনো রেকর্ড।

১৪৮ বলে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে অভিষেকে যা ইতিহাসের সর্বোচ্চ ইনিংস। ভেঙে দেন ৪৭ বছরের পুরনো রেকর্ড। এর আগে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের ইনিংসটিই ছিল অভিষেকে সর্বোচ্চ।

বাকিদের মাঝে জেসন স্মিথের ৫১ বলে ৪১ ও ওয়েইন মুল্ডারের ৬০ বলে ৬৪ রান বলার মতো কেবল। এছাড়া দুই অংকে পৌঁছান টেম্বা বাভুমা (২০)। ম্যাট হেনরি ও উইলিয়াম ও রোর্ক নেন জোড়া উইকেট করে।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতে উইল ইয়ংকে (১৯) হারালেও, এরপর সাবলীল ছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ের সাথে ১৫৫ বলে ১৮৭ রানের জুটি গড়েন উইলিয়ামসন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে যেকোনো উইকেটে যা কিউইদের সর্বোচ্চ রানের জুটি। ৩৫.৩ ওভারে কনওয়ের বিদায়ে ভাঙে জুটি। ১০৭ বলে ৯৭ রান করেন কনওয়ে।

ড্যারিয়েল মিচেল (১০) ও টম ল্যাথাম (০) উইলিয়ামসনকে ক্রিজে সঙ্গ দিতে পারেননি। তবে হাতে ৬ উইকেট রেখে শেষ ৬৯ বলে ৫৪ রানের সহজ সমীকরণ মেলাতে সমস্যা হয়নি কিউইদের।

উইলিয়ামসন ও গ্লেন ফিলিপস মিলে নিশ্চিত করেন জয়। মাঝে মাত্র ৭০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম শতক স্পর্শ করার পথে কাটান প্রায় অর্ধ যুগের সেঞ্চুরি খরা। শেষ পর্যন্ত ১১৩ বলে ১৩৩ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন।

ফিলিপস অপরাজিত থাকেন ৩২ বলে ২৮ রান করে। দক্ষিণ আফ্রিকার পক্ষে মুথুস্বামী ২টি, এথান বশ্চ এবং জুনিয়র ডালা একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও উঠল নিউজিল্যান্ড। ২ ম্যাচের দুটোই জিতে মোট ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মিচেল স্যান্টনারের দল। একটি করে ম্যাচ খেলা দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান এখনো পয়েন্ট পায়নি।

সর্বশেষ সংবাদ

প্রথমবার যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পাড়ি দিলো ট্রেন

প্রথমবারের মতো নতুন নির্মিত যমুনা রেল সেতু পাড়ি দিলো যাত্রীবাহী ট্রেন। এর মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ