spot_img

‘পুলিশের পুড়ে যাওয়া গাড়ির জন্য দরকার ৫০০ কোটি টাকা, ভ্যাট বৃদ্ধির বিকল্প নেই’

অবশ্যই পরুন

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, এই সরকার সব কিছু করতে পারবে না। বড় বড় সংস্কারও করতে পারবে না। তবে পদচিহ্ন রেখে যেতে চায়। পরে যারা আসবে তারা যেন সংস্কার অব্যাহত রাখে।

উপদেষ্টা বলেন, ৬ মাসে কিছুই হয়নি ঠিক নয়। দেশের অর্থনৈতিক অবস্থা পুরোপুরি ঠিক না হলেও স্থিতিশীল অবস্থায় আছে। বাইরের ডোনাররা মোটামুটি সন্তুষ্ট। তারা জানে তাদের সহায়তা কাজে লাগবে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বিএফআরএফ আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আরও বলেন, রেমিট্যান্স সরাসরি না পাঠিয়ে, হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটি যুক্ত হয় না, এটাই হচ্ছে নেতিবাচক দিক।

অর্থ উপদেষ্টা বলেন, ইনকাম ট্যাক্স হঠাৎ করে বাড়ানো কঠিন, বাজেটের সময় করা যায়। এখনই ভ্যাট বাড়ানো ছাড়া উপায় ছিলো না। তাও বেশি টাকা নয়, ১২ হাজার কোটি টাকা মাত্র। পুলিশের ৩০০ গাড়ি পুড়ে গেছে, ৫০০ কোটি দরকার। এগুলোর খরচ কোথা থেকে আসবে। ভ্যাট বাড়িয়ে দ্রুত কিছু পাওয়া যায়।

অর্থ উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তারা অধিকাংশই অদক্ষ। কিন্তু ভারত শ্রীলংকাসহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তারা লেখাপড়া করে যায়। এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপরে জোর দিতে হবে। সৌদি আরবসহ বিভিন্ন জায়গায় যারা অবৈধ কর্মী রয়েছে তাদের ব্যাপারেও চিন্তা ভাবনা করা হচ্ছে।

উপদেষ্টা বলেন, অর্থনৈতিক উন্নয়নে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের হয়তো ব্যর্থতা আছে। আমাদের ভুলত্রুটি থাকবে। আমরা বড় বড় ক্ষেত্রে হয়তো সংস্কার করতে পারবো না। কিন্তু এরপরে যারা রাজনৈতিক সরকার আসবে তাদের সক্রিয় হতে হবে। যারা বলছেন কিছুই হচ্ছে না, তাদের কথা সঠিক নয়। কিছুটা তো হচ্ছে।

সর্বশেষ সংবাদ

প্রতিটা মুহূর্ত ভয়ে কাটাচ্ছি: সামান্থা

নাগা চৈতন্যের সাথে বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিক বিপর্যয় কাটিয়ে উঠেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক সাক্ষাৎকারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ