spot_img

টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ শেষের পথে!

অবশ্যই পরুন

হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের আইকনিক সিনেমা ‘মিশন ইম্পসিবল’। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে আসছে। এ পর্যন্ত মুক্তি পেয়েছে সিরিজের সাতটি কিস্তি, আর এখন অপেক্ষা চলছে অষ্টম সিনেমা ‘মিশন ইম্পসিবল: ডেড রেকনিং’র পার্ট টু’ মুক্তির। ছবিটি আগামী ২৩ মে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

কিন্তু এরই মধ্যে গুঞ্জন উঠেছে এটাই সম্ভবত এ সিরিজের শেষ সিনেমা! সম্প্রতি সিনেমায় ইথান হান্ট চরিত্রে রূপদানকারী টম ক্রুজ ও পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি এ বিষয়ে নিজেদের মতামত দিয়েছেন।

এক সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ঘিরে জল্পনা-কল্পনার কথা তুলে ধরেন তার। যদিও কেউই গুঞ্জনের কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি, তবুও দুজনেই ইঙ্গিত দিয়েছেন যে, ‘দ্য ফাইনাল রিকনিং’ ইথান হান্টের গল্পের একটি চূড়ান্ত অধ্যায় হিসাবে তৈরি হয়েছে।

ক্রুজ সিনেমাটিকে ‘পুরো ফ্র্যাঞ্চাইজির একটি মহাকাব্যিক, আবেগঘন যাত্রা’ হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন, ‘আপনাকে সিনেমাটি দেখতে হবে। এ মুহূর্তে এটি নিয়ে আলোচনা করা আমার পক্ষে কঠিন। কারণ, এটি আসলে এমন কিছু যা আপনাকে অনুভব করতে হবে।’

অন্যদিকে, পরিচালক ম্যাককোয়ারি বলেন, ‘আমি আশা করি, এটি ৩০ বছরের গল্পের সন্তোষজনক উপসংহার। আমি মোটামুটি নিশ্চিত, দর্শক মনে করবে সিনেমার নামটি উপযুক্ত ছিল।’

সর্বশেষ সংবাদ

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে আরো কঠোর অবস্থান নিচ্ছে সরকার। অনিয়ম ও অপব্যবহার রোধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন...

এই বিভাগের অন্যান্য সংবাদ