সৌদি আরব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য সৌদি আরবে পর্যাপ্ত খালি জমি রয়েছে, তাই ফিলিস্তিনিদের সেখানে রাষ্ট্র গঠন করা যেতে পারে।
রিয়াদ এই প্রস্তাবকে ‘উসকানিমূলক’ এবং ‘সৌদি সার্বভৌমত্বের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে কড়া বিবৃতি দিয়েছে। তারা বলেছে, এই ধরনের মন্তব্য ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনে চলমান হামলা এবং জাতিগত নির্মূল থেকে দৃষ্টি সরানোর কৌশল মাত্র।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের তাদের নিজ ভূমিতে পূর্ণ অধিকার রয়েছে, এবং তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়। সৌদি আরব দ্বিরাষ্ট্রীয় সমাধানের ওপর জোর দিয়েছে এবং বলেছে, এটি ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না।
এই প্রস্তাবের নিন্দা জানিয়েছে মিশর ও জর্ডানও। কায়রো একে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছে এবং বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন।
এদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজার নিয়ন্ত্রণ নিয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা প্রকাশ করেছেন, যেখানে তিনি ফিলিস্তিনিদের দেশছাড়া করার কথা বলেছেন। তবে সৌদি আরব ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না।