সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মো. আব্দুর রউফ মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
রোববার সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি দেশের ৫ম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। ১৯৯১ সালের বহু কাঙ্ক্ষিত নির্বাচন করে প্রশংসিত হন তিনি।
সাবেক এ সিইসি একইসাথে দায়িত্ব পালন করেছেন হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতি হিসেবে। বিচারপতি আব্দুর রউফ ১৯৩৪ সালে ময়মনসিংহে জন্ম গ্রহণ করেছিলেন।
তার একান্ত সহকারী মো. তাওহিদ জানান, দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু আগে হাসপাতালেই মারা গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে উনাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।