ভারতের রাজধানী দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল হারে হেরেছে আম আদমি পার্টি (আপ)। দলের প্রধান অরবিন্দ কেজরীওয়াল নিজ আসনেও পরাজিত হয়েছেন। এ পরিস্থিতিতে আন্না হাজারে, ভারতের সমাজকর্মী, কেজরীওয়ালের কার্যকলাপ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
তিনি বলেন, নির্বাচনে সফলতার জন্য তাকে বারবার উপদেশ দেওয়ার পরও কেজরীওয়াল তার কথা গুরুত্ব দেননি এবং ধন-সম্পদের প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়েছেন।
আন্না হাজারে বলেন, নির্বাচনের প্রার্থীদের মধ্যে শুদ্ধতা, ত্যাগ এবং নিষ্কলঙ্ক জীবন থাকা প্রয়োজন, যা ভোটারদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলে। তিনি আরও বলেন, কেজরীওয়াল মদের ব্যবসার প্রতি আগ্রহী ছিলেন, যা তার পরাজয়ের অন্যতম কারণ হতে পারে।
২০২০ সালের নির্বাচনে আম আদমি পার্টি ৬২টি আসনে জয় লাভ করলেও এবার ২২টি আসনে সীমাবদ্ধ থাকায় বিজেপি জয়লাভ করেছে। বিজেপি ৪৮টি আসন জিতে দিল্লির ক্ষমতায় ফিরেছে।
এ নির্বাচনে বিজেপির বিশাল জয়ে উল্লাস প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যিনি এটি ‘উন্নয়ন এবং সুশাসনের জয়’ বলে অভিহিত করেছেন।