spot_img

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভিডিও প্রযুক্তি, গতি বেশি হলেই মামলা

অবশ্যই পরুন

আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের বেপরোয়া গতি ঠেকাতে ভিডিও দেখে মামলা দেয়া হবে। এক্ষেত্রে কোনো গাড়ি তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘন করলে তা স্বয়ংক্রিয়ভাবে কালো তালিকাভুক্ত হয়ে যাবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) এক্সপ্রেসওয়ের সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান এই তথ্য জানান।

হাসিব হাসান খান বলেন, একবার কালো তালিকাভুক্ত হলে সেই গাড়ি আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে না। অতিরিক্ত গতিতে গাড়ি চলাচল করলে দুর্ঘটনা ঘটবেই। তাই এই নিয়ম করা হয়েছে। এ সময় সড়কটিতে সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার করার প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গতিসীমা প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার। তবে গতিসীমা বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।

এই উড়াল সড়ক দিকে প্রতি মাসে ঘণ্টায় শত কিলোমিটারের বেশি গতিতে ৪০০টিরও যানবাহনের চলাচলের তথ্য পেয়েছে কর্তৃপক্ষ।২০২৩ সালের সেপ্টেম্বরে এক্সপ্রেসওয়ে আংশিকভাবে চালু হওয়ার পর কমপক্ষে ১০টি বড় দুর্ঘটনা ঘটেছে। তবে কোনও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেনি।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে বিএনপির কোনো আপস নেই: মির্জা ফখরুল

স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ