spot_img

ইসরায়েলের কাছে ৭.৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা ট্রাম্পের

অবশ্যই পরুন

ইসরায়েলের কাছে প্রায় ৭.৪ বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, তবে বিতর্কিত এই সামরিক অস্ত্র বিক্রি স্থগিত রাখার অনুরোধ করেছিলেন একজন ডেমোক্র্যাট আইন প্রণেতা।
প্রতিরক্ষা বিভাগ ঘোষণা করেছে যে পররাষ্ট্র দফতর ইসরায়েলের জন্য আনুমানিক ৬.৭৫ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ অনুমোদন করেছে যার মধ্যে বোয়িং কোম্পানির সাথে যুদ্ধাস্ত্র, নির্দেশিকা কিট এবং ফিউজ।

ট্রাম্প ইসরায়েলের অস্ত্রভান্ডার শক্তিশালী করার পরিকল্পনা হাতে নিয়েছেন। গত মাসে তিনি ইসরায়েলকে ২ হাজার পাউন্ডের বোমা পাঠানোর ওপর যে নিষেধাজ্ঞা ছিল, সেটি তুলে নেন। গাজার রাফাহ শহরের ওপর এসব বোমা বর্ষণ হতে পারে সেই আশঙ্কা থেকে বাইডেন প্রশাসন এই নিষেধাজ্ঞা দিয়েছিল।

নিষেধাজ্ঞা তুলে নিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘আমি ইসরায়েলকে এগুলো পাঠিয়েছি কারণ তারা এগুলোর কেনার জন্য অর্থ দিয়ছিলো। তারা বহুদিন এগুলোর অপেক্ষায় ছিল।’

সর্বশেষ সংবাদ

লুকিয়ে নয়, এবার প্রকাশ্যে চুটিয়ে প্রেম করছেন পেরি-ট্রুডো

পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাদের সম্পর্ক প্রকাশ্যে নিয়ে এসেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার...

এই বিভাগের অন্যান্য সংবাদ