spot_img

ব্যাটে-বলে আসরের সেরা নাঈম ও তাসকিন

অবশ্যই পরুন

টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের শিরোপা জিতে নিয়েছে তামিমের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। এবারের ১১তম আসরে চিটাগাং কিংসকে হতাশ করে চ্যাম্পিয়ন হয়েছে তারা। যদিও দুই ফাইনালিস্ট দলের কোনো খেলোয়াড় ব্যাটে-বলে পারফর্ম করে সেরা হতে পারেননি। এবার আসরে ব্যাট হাতে সেরা হয়েছেন মোহাম্মদ নাঈম ও বোলিংয়ে তাসকিন আহমেদ।

রানের তালিকায় সবার শীর্ষে রয়েছেন খুলনা টাইগার্সের ব্যাটার মোহাম্মদ নাঈম। এই আসরে ১৪ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৪২ গড়ে ৫১১ রান করেছেন এই ওপেনার ব্যাটার। ১২ ম্যাচে ৪৮৫ রান করে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ক্যাপিটালসের ওপেনার তানজিদ তামিম। তারও ১ সেঞ্চুরি, সঙ্গে আছে চারটি পঞ্চাশোর্ধ ইনিংস। তৃতীয় স্থানে রয়েছেন ১৪ ম্যাচে ৪৩১ রান করা চিটাগাং কিংসের ব্যাটার গ্রাহাম ক্লার্ক।

অন্যদিকে ১৪ ম্যাচে ৪১৩ রান করে চার নম্বরে রয়েছেন তামিম ইকবাল। পাঁচে রয়েছে রাজশাহীর এনামুল হক বিজয়। ১২ ম্যাচে ৩৯২ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরিও রয়েছে তার। যদিও পাঁচ রান সংগ্রাহকের মধ্যে সেঞ্চুরি নেই শুধু তামিমের।

এদিকে সর্ব্বোচ উইকেট শিকারি হয়েছেন তাসকিন আহমেদ। যদিও তার দল দুর্বার রাজশাহী গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। দল বাদ পড়লেও ১২ ম্যাচে ২৫ উইকেট শিকার করে এবার শীর্ষে রয়েছেন এই টাইগার পেসার।

আকিভ জাভেদ রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি ১১ ম্যাচে ২০ উইকেট শিকার করেছেন। ফাহিম আশরাফও সমান ম্যাচে সমান উইকেট শিকার করেছেন। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে চারে রয়েছেন খালেদ আহমেদ। খুশদিল শাহ ১৭টি উইকেট নিয়ে পাঁচে রয়েছেন।

সর্বশেষ সংবাদ

রোনালদোর গোল, দাপুটে জয় আল নাসরের

সৌদি লিগে দুর্দান্ত জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আল ফায়হা এফসির মুখোমুখি হয় তারা। ম্যাচে...

এই বিভাগের অন্যান্য সংবাদ