বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তার পক্ষে অবস্থান প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এ সময় তিনি পাল্টা প্রশ্ন করেন, যখন হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী ছিল, তখন তারেক রহমানরা লন্ডনে বসে ভাষণ দিতেন, তখন আওয়ামী লীগ তা বন্ধ করার কথা বলেনি ।
শুভেন্দু বলেন, এই মৌলবাদী শক্তি পাকিস্তানের দোসর। পাকিস্তানিদের জব্দ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীকে কঠিন ব্যবস্থা নিতে হবে। আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গীবাদের বিরোধী। এ সময় তিনি আমেরিকা ভারতকে এগিয়ে এসে বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে, পাকিস্তান ছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী দেশ যেসব রয়েছে যেমন: নেপাল, ভুটান, মায়ানমার, চীন, ভারত প্রত্যেকের ক্ষেত্রেই এটি বড় হুমকি। বিশেষ করে ভারতবর্ষের কাছে আরও বড় হুমকি।
শুভেন্দু আরও জানান, বাংলাদেশের সাথে ৯টি জেলায় ২২০০ কিলোমিটার ভারতীয় সীমান্ত আছে। মমতা ব্যানার্জির অধীনে ৫৯৬ কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দেয়া যায়নি। আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গীরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে শেখ মুজিবুর রহমানের বাড়িকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, বেড়াহীন সীমান্ত দিয়ে ঢুকে আমাদের এখানেও যেকোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে।
তবে এ বিষয়ে অন্য কোনো ভারতীয় রাজনৈতিক দল কোনো কথা বলেননি।