spot_img

সুশান্তের মৃত্যুর নতুন তদন্তের দাবিতে বম্বে হাইকোর্টে শুনানি

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং তার প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্তের দাবি করে একটি আবেদন করা হয়। এই আবেদন করেছিলেন ‘সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট লিটিগ্যান্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’র সভাপতি রশিদ খান পাঠান। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, বম্বে হাইকোর্ট আগামী ১৯ ফেব্রুয়ারি নতুন তদন্তের শুনানি হতে যাচ্ছে। শুনানিতে আদালত এই যুক্তিগুলোর ওপর বিস্তারিত আলোচনা করবে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।

এই আবেদনে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) কে নির্দেশ দেয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা শিবসেনা (ইউবিটি) বিধায়ক আদিত্য ঠাকরে-কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি, আদালতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেয়ার কথাও বলা হয়েছে। আদিত্য ঠাকরেও আদালতে একটি হস্তক্ষেপ আবেদন জমা দিয়েছেন। তার দাবি, মামলাটি ইতিমধ্যে তদন্তাধীন এবং নতুন তদন্তের প্রয়োজন নেই। তিনি আরও বলেছেন, সিবিআই এই মামলায় শুরু থেকেই সক্রিয়ভাবে কাজ করছে, তাই নতুন করে তদন্তের দাবি অপ্রয়োজনীয় হতে পারে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে মুম্বাই পুলিশ এটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করলেও, পরবর্তীতে তার বাবা বিহার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে সিবিআই তদন্তের দায়িত্ব নেয়।

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার পরিবারের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অর্থ পাচারের বিষয়ে তদন্ত করছে, আর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো মাদক সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখছে।

অন্যদিকে, দিশা সালিয়ান ৮ জুন, ২০২০-এ মুম্বাইয়ের মালাড এলাকায় একটি বহুতল ভবনের ১৪ তলা থেকে পড়ে যান। এই ঘটনাকেও দুর্ঘটনাজনিত মৃত্যু বলে নথিভুক্ত হয় এবং বর্তমানে মালওয়ানি থানার পুলিশ তদন্ত চালাচ্ছে।

সর্বশেষ সংবাদ

আমদানি-রফতানি সহজীকরণ ও দ্রুত পন্য খালাসে কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা

ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সহজীকরণ ও দ্রুত পন্য খালাসের লক্ষ্যে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ