spot_img

একুশে পদক পাচ্ছেন নারী ফুটবল দল এবং ১৪ ব্যক্তি

অবশ্যই পরুন

ভাষা ও সাহিত্য, শিল্পকলা, গবেষণা, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন ব্যক্তি ও নারী ফুটবল দলকে একুশে পদক-২০২৫ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

ভাষা ও সাহিত্যে অবদান রাখায় শহীদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজকে (মরণোত্তর), শিক্ষায় ড. নিয়াজ জামান, সঙ্গীতে উস্তাদ নিরোদ বরন বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সমাজসেবায় মো. ইউসুফ চৌধুরীকে (মরণোত্তর) একুশে পদক দেয়া হচ্ছে।

এছাড়া, গবেষনায় মঈদুল হাসান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম (দৃক), মানবাধিকার ও সাংবাদিকতায় মাহমুদুর রহমান (আমার দেশ), সাংবাদিকতায় মাহফুজুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অভ্রর জনক মেহেদী হাসান খান, চিত্রকলায় রোকেয়া সুলতানা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ নারী ফুটবল দল একুশে পদক পাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

‘সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে সরকার বদ্ধপরিকর’

শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দিবসটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ