পাকিস্তান থেকে মোংলা বন্দর দিয়ে প্রথমবার চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। যার প্রথম চালান নিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম.টি ডলফিন-১৯।
জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চিটাগুড় নিয়ে এসেছে। ওই দিন দুপুর থেকে জাহাজটি থেকে চিটাগুড় খালাস শুরু হয়েছে। খালাস হওয়া চিটাগুড় মোংলা থেকে সড়ক ও নৌপথে সিরাজগঞ্জের বাঘাবাড়ি পাঠানো হবে। সেখানে এটি দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।
এদিকে, পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি হওয়ায় জাহাজের ক্যাপ্টেন, নাবিক, আমদানিকারক এবং শিপিং এজেন্ট প্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে যাত্রা শুরু করেছিল এই জাহাজটি। জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার এবং এর ড্রাফট ৭ মিটার।