শেখ হাসিনার উসকানির কারণেই ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটি বিক্ষুব্ধ জনতা গুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকরার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সভায় তিনি আরও বলেন, শেখ হাসিনা অবিরাম উসকানি দিচ্ছে বলেই দেশে এখন এমন ঘটনা ঘটছে। তিনি বক্তব্য দেয়া থেকে বিরত থাকলে এমনটা হতো না।
তিনি আরও বলেন, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য না দেয়া সম্পর্কে লিখিত অনুরোধ করা হয়েছিলো ভারতকে। তবে সেই অনুরোধের জবাব পায়নি বাংলাদেশ। ভারতকে নতুন করে আবার চিঠি দেয়া হয়েছে। কারণ শেখ হাসিনার বক্তব্যে অনেক উসকানির সৃষ্টি হচ্ছে দেশে, যা দেশের জন্য ভালো নয়।
তিনি বলেন, ভারতের সাথে দুপক্ষের স্বার্থ উদ্ধার করে সম্পর্ক রাখার চেষ্টা অব্যাহত আছে। পাকিস্তানের সাথে ইচ্ছাকৃত খারাপ সম্পর্ক রাখার চেষ্টা ছিলো তবে এখন তা স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়েছে। চীনের সাথেও সম্পর্ক এ মুহূর্তে ভালো। আমরা অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে’ তাদের আশ্বস্ত করতে পেরেছি।