spot_img

ক্ষমতা হারানোর শঙ্কায় কেজরিওয়াল; বিজেপির জয় ও কংগ্রেসের ভরাডুবির পূর্বাভাস

অবশ্যই পরুন

দুই দশকেরও বেশি সময় পর দিল্লির নিয়ন্ত্রণ নিতে পারে ভারতের কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি। বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে মিলছে সেরকমই ইঙ্গিত। তাই হ্যাটট্রিক জয়ের আশাও ভঙ্গ হতে চলেছে আম আদমি পার্টি ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। খবর, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লি বিধানসভার ৭০টি আসনে হয় ভোটগ্রহণ। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার ৩৬।

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ বলছে, ৩৫ থেকে ৪৫টি আসনের দখল নিতে পারে বিজেপি নেতৃত্বাধীন জোট। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেতে পারে ২২ থেকে ৩৭টি আসন।

অবশ্য, চূড়ান্ত ফল ঘোষণার আগে হাল ছাড়তে নারাজ কেজরিওয়ালের দল। সবশেষ ২০২০ সালের নির্বাচনে ৬২ আসন জিতেছিলো দলটি। বিজেপির ভাগ্যে সেবার জোটে ৮টি আসন।

আম আদমি পার্টির নেতা সৌরভ ভারদ্বাজ বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করে বলেন, আমরা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব। দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করও বলেন, বুথফেরত জরিপ কখনোই এএপির সঠিক পূর্বাভাস দেয়নি, এবারও ব্যতিক্রম হবে না।

তবে বিজেপির দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেবা বুথফেরত জরিপকে স্বাগত জানিয়ে বলেন, ৮ ফেব্রুয়ারি আমাদের জয় আরও উজ্জ্বল হবে।

এদিকে, গত কয়েকবারের মতো এবারও কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত দিচ্ছে বুথফেরত জরিপ।

উল্লেখ্য, হরিয়ানার বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপে কংগ্রেসের বড় জয়ের পূর্বাভাস মিলেছিলো। যদিও, চূড়ান্ত ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে তদন্তে নামছে দুদক

রাষ্ট্রের শতকোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণ ও বিভিন্ন দেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

এই বিভাগের অন্যান্য সংবাদ