বলিউড ইন্ডাস্ট্রির বহুল চর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেত্রীর পাশাপাশি গত বছরই হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছেন। এখন একজন অভিনেত্রী, আবার রাজনৈতিক ব্যক্তিও। তবে এসব ছাপিয়ে নামের সঙ্গে নতুন কিছু যুক্ত করতে যাচ্ছেন এ তারকা।
কঙ্গনা রানাওয়াত শিগগিরই তার রাজ্যে ক্যাফে খুলতে যাচ্ছেন। নাম ‘দ্য মাউন্টেন স্টোরি’। বুধবার (৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিজে এক ফ্যান পেজের পোস্টকৃত পুরনো ভিডিও ক্লিপ শেয়ার করেছেন তিনি। ক্লিপটি ২০১৩ সালের একটি সংবাদমাধ্যমের অ্যাক্ট্রেসেস রাউন্ডটেবিল থেকে নেয়া।
প্রতিবেদন অনুযায়ী, এ অনুষ্ঠানে অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, ১০ বছর পর কী করতে চান আপনি? এ সময় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন দাবি করেন, এখনো একই কাজ করছি। আর এদিকে ব্যতিক্রমভাবে জবাব দেন কঙ্গনা রানাওয়াত।
এ বলিউড তারকা বলেন, আমি এমন একটি রেস্তোরাঁ দিতে চাই, যেখানে বিশ্বের সব পদ থাকবে। বিশ্বজুড়ে বিভিন্ন খাবার খেয়েছি, আমার কাছে অসাধারণ রেসিপি রয়েছে। কোনো একটা জায়গায় খুব সুন্দর, ছোট একটা ক্যাফেটেরিয়া দিতে চাই। তখন পাশে থেকে অভিনেত্রী দীপিকা বলেন, আমি তোমার প্রথম ক্লায়েন্ট হব। তারপর দু’জনই হেসে উড়িয়ে দেন তা।
পুরনো এ ভিডিও ক্লিপটি নতুন করে সামনে আসায় সেটি স্টোরিজে পোস্ট করেছেন কঙ্গনা রানাওয়াত। এ সময় ক্যাপশনে লিখেছেন, যদি হাঁটতে হাঁটতে কথা বলার মুখ থাকতো, হা হা, তাহলে আমিই হতাম। আর দীপিকা, তোমার আমার প্রথম ক্লায়েন্ট হওয়া উচিত।