spot_img

অদ্ভুত কারণে জি-২০ সম্মেলনে যোগ দেবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের শিল্প উন্নত ও উদীয়মান দেশগুলোর জোট জি-২০-এর সম্মেলনে যোগ দেবেন না। দক্ষিণ আফ্রিকার একটি বিতর্কিত জমি অধিগ্রহণের আইন নিয়ে ওয়াশিংটন ও প্রিটোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর আলজাজিরার।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রুবিওর এই ঘোষণা এমন সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকাকে সাহায্য বন্ধ করার হুমকি দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার সংসদ কিছু বিশেষ পরিস্থিতিতে ক্ষতিপূরণ ছাড়াই জমি অধিগ্রহণের অনুমতি দিয়ে আইন পাস করেছে।

২০২৫ সালের নভেম্বর পর্যন্ত জি২০ সভাপতিত্ব করছে দক্ষিণ আফ্রিকা। দেশটি ২০-২১ ফেব্রুয়ারি জোহানেসবার্গে পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকের আয়োজন করতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রুবিও বলেছেন, দক্ষিণ আফ্রিকা খুব খারাপ কাজ করছে। ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করছে। জি-২০ ব্যবহার করে সংহতি, সমতা ও টেকসই উন্নয়নের কথা প্রচার করছে। অন্য কথায়: ডিইআই ও জলবায়ু পরিবর্তনের কথা বলছে।

তিনি বলেন, আমার কাজ হলো আমেরিকার জাতীয় স্বার্থ এগিয়ে নেয়; করদাতাদের টাকা নষ্ট করা নয় বা আমেরিকাবিরোধী মনোভাব প্রশ্রয় দেয়া নয়।

এদিকে রুবিওর এই ঘোষণা ট্রাম্প প্রশাসনের সমালোচকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে। সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকারী অ্যান্ড্রু বেটস এক্স পোস্টে বলেছেন, এই দুর্বলতা প্রদর্শন আমাদের জাতীয় নিরাপত্তা ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এবং চীনকে উপকৃত করে। আপনি যদি টেবিলে না থাকেন, তাহলে আপনি মেনুতে থাকবেন।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার জয়যাত্রা চলছেই, বিপরীতে সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ জেলেনস্কি

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে এর বিপরীত অবস্থানে রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজর...

এই বিভাগের অন্যান্য সংবাদ