spot_img

সংসার ভাঙতে যাচ্ছে জাস্টিন বিবারের

অবশ্যই পরুন

কানাডিয়ান পপতারকা জাস্টিন বিবারের সঙ্গে স্ত্রী হাইলির বিচ্ছেদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিবারের একটি বিধ্বস্ত ছবি। সেখানে বেশ কঙ্কালসার দেখাচ্ছে তাকে। ভাঙা গাল, কোটর থেকে বেরিয়ে আসছে চোখ। শরীরের এই হাল দেখে বোঝা যাচ্ছে, মানসিকভাবে ভালো নেই তিনি। অনেকে মনে করছেন, আবারও মাদকে ডুবে গেছেন বিবার।

১

জানা গেছে, একাধিক কারণে জাস্টিনের এই অবস্থা। প্রথমত, গায়কের ভয়, প্রাক্তন  মেন্টর সিয়ান ডিডি কম্বোসের যৌন কেলেঙ্কারি মামলায় তাকে ডাকা হতে পারে। যদি সত্যিই তাকে ডাকা হলে বিষয়টি তার পেশাজীবনের পক্ষে যথেষ্ট নেতিবাচক। এই আতঙ্ক কমাতেই তিনি নাকি আরও বেশি করে মাদকে ডুবে গেছেন। দুই, এই কারণেই হেইলির সঙ্গে গায়কের ছয় বছরের বিয়ে নাকি ভাঙতে চলেছে।

অন্যদিকে জাস্টিনের মাত্রাতিরিক্ত মাদকসেবন এবং অসলংগ্ন আচরণকেই বিয়ে ভেঙে যাওয়ার জন্য দায়ী করেছেন হেইলি। একই সঙ্গে তিনি চাইছেন, পাঁচ মাসের সন্তানের উপর যেন বাবার প্রভাব না পড়ে।

২

এমন খবর ছড়াতেই বিবার ভক্তদের মন খারাপ। সমাজমাধ্যমে নানা মন্তব্যের ছড়াছড়ি। কেউ লিখেছেন, এই দুই কারণ যে কোনও মানুষকে মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।

উল্লেখ্য, ২০১১ সালে প্রথম পপ তারকা সেলেনা গোমেজের সঙ্গে প্রেমে জড়ান বিবার। ২০১৮ সালে শেষবারের মতো বিচ্ছিন্ন হন তারা। ২০১৯ সালে মার্কিন মডেল হাইলি ব্যাল্ডউইনকে চুপিচুপি বিয়ে করেন তিনি। বিয়ের প্রায় ছয় বছর পর বিবার আর হাইলির সন্তান জন্ম নেয়।

সর্বশেষ সংবাদ

রাশিয়ার জয়যাত্রা চলছেই, বিপরীতে সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ জেলেনস্কি

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর জয়যাত্রা অব্যাহত রয়েছে। অন্যদিকে এর বিপরীত অবস্থানে রয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজর...

এই বিভাগের অন্যান্য সংবাদ