spot_img

পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে ব্যবসায়ীদের দেশের কথা চিন্তা করা উচিত: পরিবেশ উপদেষ্টা

অবশ্যই পরুন

পলিথিনের শপিং ব্যাগ তৈরি বন্ধ করতে যাওয়ায় হামলা ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ব্যক্তিগত লাভের চিন্তা না করে ব্যবসায়ীদের দেশের কথা চিন্তা করা উচিৎ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে প্লাস্টিক দূষণ নিয়ে এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা জানান, প্লাস্টিক দূষণকে ছোট করে দেখার সুযোগ নেই। সব পর্যায়ে প্লাস্টিকের ব্যবহারকে নিরুৎসাহিত করছে সরকার।

এসময় ব্যবসায়ীদের কাছে উপদেষ্টা প্রশ্ন রাখেন, পলিথিন ফেলে নদী দূষণের দায়ভার মালিকরা নেবেন কিনা? ইউরোপের মতো দেশগুলোয় প্লাস্টিক বাদ দিতে পারলে বাংলাদেশে কেনো সম্ভব নয় এমন প্রশ্নও তুলেন পরিবেশ উপদেষ্টা।

তিনি জানান, পুরান ঢাকার প্লাস্টিক তৈরির কারখানাগুলোও বিপজ্জনক। বলেন, সরকার শপিংয়ে পলিথিন ব্যাগরোধে কাজ করছে। এতে সুপার শপের মালিকরা সাহায্য করছে।

সর্বশেষ সংবাদ

বিচার বিভাগ-প্রশাসনে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে মানুষের অধিকার মিলবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে দেশের মানুষ তাদের সত্যিকারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ