spot_img

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

অবশ্যই পরুন

গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩জন নিহত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর-ইটাখলা আঞ্চলিক সড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি পিক আপ ভ্যান সিলেট থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে আসছিলো। বুধবার ভোরে কালীগঞ্জের আজমতপুর-ইটাখলা আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। খাদে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

সর্বশেষ সংবাদ

যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়ছে

সদ্য নির্মিত যমুনা রেলসেতু ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই সেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ