spot_img

ফিলিস্তিনিদের অপসারণের বিরুদ্ধে দাড়ালো ৫ আরব দেশ

অবশ্যই পরুন

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অপসারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছেন ৫টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ওই চিঠি পাঠান তারা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য প্যালেস্টাইন ক্রনিকলস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন জর্ডান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের পাশাপাশি ওই চিঠিতে সই করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের উপদেষ্টা হুসেইন আল শেখ।

তারা জানান, ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে সপ্তাহান্তে কায়রোতে আরব দেশগুলোর কূটনীতিকদের একটি বৈঠক হয়েছে। সেখানে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কো রুবিও’র কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, গাজার পুনর্গঠন সেখানকার জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেই হওয়া উচিত। ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ডে বাস করবে এবং তারা পুনর্নির্মাণে সহায়ত করবে।

চিঠিতে আরও বলা হয়েছে, উপত্যকাটি পুনর্গঠনের সময় গাজাবাসীর এজেন্সি কেড়ে নেওয়া উচিত নয়। কেননা, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় পুনর্গঠন প্রক্রিয়ার মালিকানা অবশ্যই গাজবাসীদের কাছে রাখতে হবে।

সর্বশেষ সংবাদ

পলাতক ওবায়দুল কাদেরের বিষয়ে যে নির্দেশনা দিলেন ট্রাইব্যুনাল

জুলাই-আগস্টে গণহত্যার মামলায় একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের...

এই বিভাগের অন্যান্য সংবাদ